বিবর্ণ (ছায়া)
আমিও অনেক ভালোবেসেছিলাম। আমিও তোমাকে সারাটা জীবন কাছে রাখতে চেয়েছিলাম। তোমার সাথে আরো কিছুটা দিন ঘুরতে যেতে চেয়েছিলাম। আরেকবার হাত ধরে বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম। কল দিতে লেট হলে তোমার ঝারি শুনতে চেয়েছিলাম। সারাটা জীবন বুকে জরিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার বারান্দার সামনে এসে তোমাকে কল দিয়ে বারান্দায় আসতে বলতে চেয়েছিলাম। তোমার মুখটা দেখে আরেকবার হাসতে চেয়েছিলাম। তোমার সাথে সব কষ্ট ভাগ করতে চেয়েছিলাম। আরেকটাবার কিছু অদ্ভুত পাগলামি করতে, তোমার দিকে তাকিয়ে থাকতে, তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম।
Comments
Post a Comment